লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অন্তর্ভুক্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোট ২,৪৯০ টি ইউনিয়ন পরিষদসমূহের অনুকূলে ২০২২-২৩ অর্থবছরের প্রকল্প সাহায্য (আইডিএ) তহবিল হতে মৌলিক থোক বরাদ্দ (বিবিজি) বাবদ মোট ১১৫,৪৭,৭৬,৯৮৪.০০(একশত পনের কোটি সাতচল্লিশ লক্ষ ছিয়াত্তর হাজার নয়শত চুরাশি) টাকা মাত্র স্থানান্তর সংক্রান্ত।