জনাব মোঃ মোছলেহ্ উদ্দিন গত ১৪ নভেম্বর ২০১৮ তারিখে স্থানীয় সরকার বিভাগএবং বিশ্বব্যাংকের অর্থায়নে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টে-৩ (এলজিএসপি-৩)-এপরামর্শক হিসেবে সিনিয়র এমআইএস স্পেশালিস্ট পদে যোগদান করেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোক প্রশাসন কম্পিউটার কেন্দ্র-এ (পিএসিসি) ২২ জুন ১৯৮৯ সালে প্রোগ্রামার পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি ৩০ মার্চ ১৯৯৮ তারিখে সিস্টেম এনালিস্ট এবং ৩১ মার্চ ২০০৫ তারিখেসিনিয়র সিস্টেমস্ এনালিস্ট পদে পদোন্নতি পেয়েগত ৩০ মে ২০১৮ তারিখ পর্যন্ত ঐ পদে কর্মরত ছিলেন।
তিনি ১৯৭৪ সালে নোয়াখালী জেলার চাটখীল উপজেলার কামালপুর মোহাম্মদ হাসেম উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৭৬ সালে ঢাকায় কবি নজরুল সরকারী কলেজ থেকে এইচ. এস. সি এবং ১৯৭৭-১৯৮১ বর্ষে পদার্থ বিজ্ঞান বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেস্নাতক সম্মান সহ মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন।
তিনি বিভিন্ন প্রশিক্ষণ, সভা-সেমিনারে অংশগ্রহনের জন্য জাপান, চীন, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা এবং ভারতভ্রমণ করেন।
তিনি ২০১৩-২০১৪ অর্থ বছরে সরকারী আইসিটি অফিসার্স ফোরামের সভাপতি এবং ২০১৩-২০১৬ অর্থ বছরে চিফ টেকনিকেল অফিসার্স (সিটিও) ফোরামের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন, তা-ছাড়া তিনি অফিসার্স ক্লাব, ঢাকা-এর একজন নিয়মিত সদস্য (৫১০৫)।তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর একজন আজীবন ফেলো (০৬৪) সদস্য।
ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক, তাঁর স্ত্রী উম্মে হাবিবা একজন সুদক্ষ গৃহিনী। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শোল্লাখন্দকার বাড়ীরডা:নূরুল ইসলাম খন্দকার- কামরুন নাহার বেগম দম্পতির তিনি জৈষ্ঠ সন্তান।