কম্পোনেন্ট

কম্পোনেন্ট ১: ইউনিয়ন পরিষদ অনুদান স্থানান্তর প্রাতিষ্ঠানিকীকরণ
মৌলিক থোক বরাদ্দ (বিবিজি) ও দক্ষতা ভিত্তিক বরাদ্দ (পিবিজি):
  • প্রথম তিন বছর জিওবি ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে ইউনিয়ন পরিষদসমূহে বিবিজি বাবদ অর্থ ৫২ : ৪৮ অনুপাতে প্রদান করা
  • প্রকল্পের শেষ দুই বছর জিওবি’র একক অর্থায়নে (১০০%) ইউনিয়ন পরিষদসমূহে বিবিজি বাবদ অর্থ প্রদান করা
  • প্রকল্পের সম্পূর্ণ মেয়াদে (৫ বছর) বিশ্ব ব্যাংকের একক অর্থায়নে কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত ইউনিয়ন পরিষদসমূহে পিবিজি প্রদান করা।
কম্পোনেন্ট ২: অডিট ও কর্মদক্ষতা মূল্যায়ন এবং এমআইএস প্রাতিষ্ঠানিকীকরণ
  • অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের নিকট ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিগণের স্বচ্ছতা ও জবাবদিহি করা এ কম্পোনেন্টের মূল উদ্দেশ্য
  • বেসরকারি অডিট ফার্মেও মাধ্যমে দেশের সকল ইউনিয়ন পরিষদ প্রতি বছর নিয়মিত অডিট করা হচ্ছে
কম্পোনেন্ট ৩: পৌরসভায় সম্প্রসারিত থোক বরাদ্দ (ইবিজি) প্রদান

পাইলট হিসাবে ১৬ টি পৌরসভায় সম্প্রসারিত থোক বরাদ্দ (ইবিজি) প্রদান হচ্ছে

কম্পোনেন্ট ৪: সক্ষমতা বৃদ্ধি ও প্রকল্প বাস্তবায়ন ব্যবস্থাপনা
  • ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির জন্য এলজিএসপি-৩ এর আওতায় ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা
  • এলজিএসপি-৩ বাস্তবায়নে একজন প্রকল্প পরিচালকের নেতৃত্বে একটি প্রকল্প ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে। উক্ত টিমে দুজন উপ-প্রকল্প পরিচালক, একজন সহকারী প্রকল্প পরিচালকসহ ২০ জন পরামর্শক এবং ০৯ জন সহযোগী রয়েছে
  • এলজিএসপি-৩ বাস্তবায়নে মাঠ প্রশাসনকে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া, ডিডিএলজিগণের নেতৃত্বে ডিএফ-এর সহায়তায় মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম মনিটরিং ও তত্ত্ববধান করা হচ্ছে
Footer Separator