এস এম আব্দুল মোত্তালিব এফসিএমএ

সিনিয়র ফাইন্যান্স স্পেশালিস্ট
লোকাল গভর্ন্যান্স সাাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩)

জনাব এস এম আব্দুল মোত্তালিব এফসিএমএ গত নভেম্বর, ২০১৭ হতে লোকাল গভর্ন্যান্স সাাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর সিনিয়র ফাইন্যান্স স্পেশালিস্ট হিসেবে কর্মরকত আছেন। তিনি সরকারি জগন্নাথ কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও তিনি একজন কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট এবং দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ফেলো সদস্য। তিনি গত ৩০ বৎসরের অধিক সময় জাতীয়, বহুজাতিক ও বাংলাদেশ সরকারের স্বায়ত্বশাসিত সংস্থায় ঊর্ধ্বতন পদসহ বিভিন্ন বিদেশী সহায়তাপুষ্ট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ (কনসালটেন্ট) হিসেবে কাজ করছেন। তিনি দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর “সাফা ও আন্তর্জাতিক সম্পর্ক” বিষয়ক কমিটির একজন সদস্য।

জনাব মোত্তালিব দি একমি ল্যাবরেটরীজ লিঃ, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিঃ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং কোওয়াটার ইন্টারন্যাশনাল, ইনক. এর ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন। তিনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, ফাইন্যান্স ম্যানেজার এবং সিনিয়র ফাইন্যান্স স্পেশালিস্ট হিসেবে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দায়িত্ব পালন করেন। লোকাল গভর্ন্যান্স সাাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) প্রকল্পে যোগদানের পূর্বে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশ ওয়াটার সাপ্লাই প্রোগ্রাম প্রজেক্ট”, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক বাস্তবায়িত “হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রজেক্ট” এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত “লোকাল গভর্ন্যান্স সাাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)”, “সেকেন্ড লোকাল গভর্ন্যান্স সাাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২)” এ দায়িত্ব পালন করেন।

জনাব মোত্তালিব দেশে এবং বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, ধারাবাহিক উন্নয়ন কর্মসূচি (সিপিডি), কর্মশালা এবং আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি ১৯৯৯ সালে গ্রেট প্লেইন্স ডাইনামিক্স এন্টারপ্রাইজ একাউন্টিং সফটওয়্যারের উপর অটোয়া, কানাডায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও তিনি গত ২০০৪ সালে কানাডার অটোয়ায় অনুষ্ঠিত 10th Strategic Information Management Program (SIMP) এ অংশগ্রহণ করেন এবং ”Introducing Information Management and Information Technology for Sustainable Enhanced Financial Management in the Ministry of Water Resources” শীর্ষক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত এবং ভারত ভ্রমণ করেছেন।

Footer Separator