উপ প্রকল্প পরিচালক (প্রশাসন, অর্থ ও ক্রয়)

মোঃ জহিরুল ইসলাম
উপ প্রকল্প পরিচালক (প্রশাসন, অর্থ ও ক্রয়)
এলজিএসপি-৩

মোঃ জহিরুল ইসলাম (উপসচিব) গত ৩ জুন ২০২০ তারিখে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন এবং বিশ্বব্যাংকের অর্থায়নে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টে উপ প্রকল্প পরিচালক (প্রশাসন,অর্থ, ক্রয়) পদে দায়িত্ব গ্রহণ করেন। এ পদে যোগদান করার পূর্বে তিনি স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন। তার পূর্বে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিতে দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে ২০০৫ সালে যোগদান করে মাঠ প্রশাসনে খুলনা, যশোর, রাজশাহী, নওগাঁ ও নারায়ণগঞ্জে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর, ঢাকা জেলার ধামরাই, শরিয়তপুর উপজেলার নড়িয়া উপজেলায় দায়িত্ব পালন করেছেন।

দশম জাতীয় সংসদে সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে আন্ত:মন্ত্রণালয়, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় সহ আন্তর্জাতিক পর্যায়ে কানাডার পার্লামেন্ট হাউজ অব কমন্স, যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউজ অব কমন্স, অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউজ অব কমন্স, ভারতের লোকসভা, ভূটান পার্লামেন্ট এবং বিশ্বব্যাংক- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে নিবিড় যোগাযোগ স্থাপনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।  কর্তব্য পালনে তিনি একাধিক বার বিশ্ব ব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগদান করেন। তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য , ভারত, ভূটান, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় পার্লামেন্টারি বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ করেন।

২০১২ সালে বাংলাদেশ সরকারের মনোনয়নে ভারত সরকারের ITEC স্কলারশিপে তিনি ভারতের সেন্টার ফর ডেভেলাপমেন্ট এন্ড এডভান্স কম্পিউটিং থেকে ইনফরমেশন এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

শিক্ষা জীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে চাকুরী জীবনে তিনি সিভিল সার্ভিস কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আরো একটি মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। অর্থনৈতিক বিষয়ে তিনি নিয়মিত পড়াশুনা অব্যাহত রেখেছেন, বতমানে তিনি অর্গানাইজেশন  ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলাপমেন্ট এর একজন গবেষক।

ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক, তাঁর স্ত্রী বাংলাদেশ সরকারের একজন উপসচিব। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নাটেহরা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন- মনোয়ারা বেগম দম্পতির ঘরে তাঁর জন্ম।

Footer Separator