উপ প্রকল্প পরিচালক (মাঠ প্রশাসন)

মোঃ রাহেনুল ইসলাম
উপ প্রকল্প পরিচালক (মাঠ প্রশাসন)
এলজিএসপি-৩

মোঃ রাহেনুল ইসলাম গত ২১/০৭/২০২০ খ্রি: তারিখে এলজিএসপি-৩ তে উপ প্রকল্প পরিচালক হিসেবে যোগদান করেণ। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২ ব্যাচের কর্মকর্তা। অত্র প্রকল্পে যোগদানের পূর্বে জাতীয় রাজস্ব বোর্ডে প্রথম সচিব (কর প্রশাসন) পদে ২ বছরের অধিক সময়ে কর্মরত ছিলেন। গুরুত্বপূর্ণ এ পদে কাজ করে তিনি মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করেন।

মাঠপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর এ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং দীর্ঘ ২ বছরের বেশী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন কালে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ সমঝোতাকরণ, শিল্প দূর্ঘটনা সংক্রান্ত প্রায় ২০টির বেশী তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে দূর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান পূর্বক ভবিষ্যত করণীয় সংক্রান্ত সুপারিশমালা প্রণয়নে শিল্প মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা করে প্রশংসিত হয়েছেন। তাছাড়া শিল্প কারখানায় বয়লার ব্যবস্থাপনা সংক্রান্ত SOP প্রস্তুতিতে জাতীয় কমিটিতে সদস্য হিসেবে সক্রিয় ভুমিকার স্বাক্ষর রেখেছেন। উক্ত সময়ে তিনি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ও নেগোশিয়েসন সংক্রান্ত দক্ষতা লাভ করেণ। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২টি উপজেলায় কাজ করেছেন। এ সময় তিনি জনপ্রতিনিধি, সরকার ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন প্রশাসনে কাজ করার বাস্তব দক্ষতা অর্জন করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসারের পূর্বে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পারন কালে খাস জমি পুনরুদ্ধার ও বন্দোবস্ত প্রদানে অসামান্য সফলতার স্বাক্ষর রেখেছিলেন। প্রায় ২৫০ একর খাস জমি পুনরুদ্ধার করে ১০০ জন ভূমিহীন বীর মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা পরিবারসহ মোট প্রায় ৪০০ জন ভূমিহীন পরিবারকে খাস জমি বন্দোবস্তর প্রদান করে দখল ও কবুলিয়ত বুঝিয়ে দিয়েছিলেন, যা জাতয়ি পর্যায়ে প্রশংসিত হয়েছিল। কর্মজীবনে তিনি সরকারি প্রশিক্ষণ/সফরে ভারত, অষ্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় ভ্রমণ করেছেন। তিনি শরিয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোঃ রাহেনুল ইসলাম  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার অন্তর্গত জালালতাইড় গ্রামে এক সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী মুসলিম জমিদার (ভূতপূর্ব) পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী একজন গৃহীনী।

Footer Separator